আটি পাচঁদানা, আটি, কেরানীগঞ্জ মডেল, ঢাকা
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ থেকে সি,এন,জি অথবা রিক্সা যোগে আটি পাচঁদানা সেখান হতে ছায়া নীড় কমিউনিটি এবং পিকনিক স্পট । ভাড়া রিক্সা জনপ্রতি ২৫ টাকা ও সি,এন,জি জনপ্রতি ২০ টাকা
0
আটি পাচঁদানায় অবস্থিত ছায়া নীড় কমিউনিটি এবং পিকনিক স্পটটি আত্মীয় এবং পরিবার পরিজনদের নিয়ে অতি মনোরম পরিবেশে অবসর সময় কাটানোর আদর্শ স্থান, স্থানটি আসলে একটি বিশাল বাড়ী যা জনাব আনসার হাজী সাহেব তৈরী করেন এবং তাতে তিনি বিভিন্ন দুষ্প্রাপ্য গাছপালা দিয়ে এক অতি মনোরম পরিবেশ সৃষ্টি করেন, তিনি আটি পাচঁদানার একজন কৃতি সন্তান ছিলেন, তাহার মৃত্যুর পর তাহার বড় ছেলে জনাব হাজী জাকির হোসেন সাহেব বাড়ীটি জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস