এক নজরে
কালের স্বাক্ষী বহনকারী বুড়িগঙ্গারতীরে গড়ে উঠা কেরাণীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো শাক্তা ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ শাক্তাইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৪নং শাক্তা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৯.৪০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৯০,৪৩৭ জন (২০২১ সালের আদম শুমারি অনুযায়ী)
(*পুরুষ- ৪৬১১১জন, *নারী- ৪৪৩১৯জন, হিজড়া- ৭জন)
ঘ) গ্রামের সংখ্যা – ৬৪টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৭টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,
মাদ্রাসা- ২৫টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোহাম্মদ হাবিবুর রহমান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৭টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – বামুনশুর দেওয়ান বাড়ি।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ৭/৩/৭৭ ইং। নতুন ভবন নির্মান ও সংস্কার ২৮ জুলাই ২০২২ ইং ।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০২/০১/২০২২ ইং
২) প্রথম সভার তারিখ – ০৫/০১/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –০১/০১/২০২৭ ইং
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) চেয়ারম্যান - ০১ জন
২) নির্বাচিত পুরুষ পরিষদ সদস্য – ০৯ জন।
৩) সংরক্ষিত মহিলা সদস্যা- ০৩ জন
৪) সচিব -১ জন
৫) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর- ১ জন
৬) উদ্যোক্তা- ২ জন
৭) দফাদার - ১ জন
৮) গ্রাম পুলিশ – ০৯ জন।
ণ) ওয়ার্ড ভিত্তিক গ্রামের তালিকা –
ওয়ার্ড নং
|
গ্রামের নাম
|
১ | মধ্যেরচর, ঝাউচর, বালুরচর, আরশিনগর, উত্তর বালুরচর, দক্ষিন বালুর চর । |
২ | হিজলা,আটিকুটি, ইউসুফ খাঁর গ্রাম,আমানত বেপারীর গ্রাম, মালকাদির মাষ্টার গ্রাম, মোবারক বেপারীর গ্রাম, নুরারচর, টেবার গ্রাম, হানিফ বেপারীর গ্রাম, |
৩ | পূর্ব বামনশুর, পশ্চিম বামনশুর, আটিগ্রাম, দাড়িপাড়া, কোলচর, জোয়াইল, করিম হাজীর গ্রাম, পুরাতন পাচঁদানা, কানার গাঁও। |
৪ | শিকারীটোলা, বাবুরগ্রাম, নাগদা, গৌড়শিঙ্গা, বাহেরচর, রায়েরচর, ঘোষ পাড়া। |
৫ | পুরাতন ভাড়ালিয়া, নতুন ভাড়ালিয়া, খোলামুড়া, নবাবচর, জিয়া নগর, রসুলবাগ, নুরানীগঞ্জ, মধ্য পাড়া, খোলামোড়া মডেল টাউন। |
৬ | নরন্ডী, মালঞ্চ, বলসতা, কাশীমালতা |
৭ | শাক্তা,অগ্রখোলা, বলরামপুর,বীরতুইল, মেকাইল |
৮ | গোয়ালখালী, কামার্তা, কাকালীয়া,কামার্তা,দক্ষিন রামের কান্দা |
৯ | উত্তর রামেরকান্দা, নারায়ণপট্টি, বাগ রামেরকান্দা । |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস