* ডঃ মুহম্মদ জহুরুল আলম বাংলাদেশ কৃষি বিজ্ঞান তথা কীটতত্ত্বের একটি সুপরিচিত নাম ড. এম জেড আলম। ১৯২৫ সালে পহেলা মার্চ কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়রে বামনশুর গ্রামে সভ্রান্ত পীর বংশে জনম গ্রহন করেন।
* প্রবীর মিত্র, স্বনামধন্য চলচিত্র অভিনেতা, তিনি শাক্তা ইউনিয়নের শাক্তা গ্রামে জন্মগ্রহন করেন ।
* মাতাল কবি রাজ্জাক দেওয়ান, প্রখ্যাত বাউল শিল্পী এবং মরমী কবি, তিনি ১৯৩৩ সালের ২৭শে আগষ্ট শাক্তা ইউনিয়নের বালুরচর গ্রামে জন্মগ্রহন করেন ।
* আলহাজব এম. এ সোবহান, প্রধান শিক্ষক জিনজিরা পাইলট স্কুল কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের করিম হাজীর গ্রামে তিনি জনম গ্রহন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস