বামনশুর নাগদা, আটি, কেরানীগঞ্জ মডেল ঢাকা
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ থেকে সি,এন,জি অথবা রিক্সা যোগে বামনশুর দেওয়ানবাড়ী । ভাড়া রিক্সা জনপ্রতি ২০ টাকা ও সি,এন,জি জনপ্রতি ১৫ টাকা
0
কেরানীগঞ্জের বামনশুর গ্রামের দেওয়ান বাড়ী প্রাচীন এক ঐতিহ্যের ধারক, আনুমানিক পৌনে দুইশত বছর আগে আলেক চাঁন শাহ আলফু দেওয়ান-এর গোড়পত্তন করেন, তিনি আধ্যাতিক সিদ্ধপুরুষ ছিলেন, তাহার দুই সন্তান মালেক দেওয়ান এবং খালেক দেওয়ান পরর্বতীতে সংগীতকে তাহাদের সাধনার পন্থা হিসেবে গ্রহন করেন এবং বাউল সংগীতের সেবায় তাহাদের সারাজীবন অতিবাহীত করেন, তাহাদের রচিত ও সুরকৃত বহুগান আজও সারাদেশের বিভিন্ন বাউল ও পালাগানের আসর মাতিয়ে রাখে, তাহাদের পরর্বতী বংশধর আরিফ দেওয়ান এবং কমল দেওয়ান বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় বাউল শিল্পী এছাড়াও তাহাদের বংশের প্রায় সবাই সংগীতের সেবায় নিয়োজিত, দেশের অনেক বিখ্যাত বাউল শিল্পী এই দেওয়ান বাড়ী থেকেই তাহাদের সংগীত শিক্ষা গ্রহন করেছেন, সংগীত জগতের প্রাচীন ঘাড়ানা হিসেবে বামনশুর দেওয়ান বাড়ী সারা দেশেই অত্যন্ত সুপরিচিত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস