কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের ছেলে দেওয়ান সাব্বির রহমান ঢাকা প্রিমিয়ারলীগে “কলাবাগান ক্রীড়াচক্র”র হয়ে খেলবেন।পথ প্রদর্শক হিসেবে সহযোদ্ধা মাশরাফি বিন মর্তুজা। কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়নের ছেলে দেওয়ান সাব্বির রাহমান তার অসাধারন ক্রিকেট নৈপুন্যের প্রতিফলে, ঢাকা প্রিমিয়ারলীগে “কলাবাগান ক্রিয়া চক্র”র হয়ে খেলার সুযোগ পেলেন। আরোও পেলেন জাতীয় ক্রিকেটের বিগতকালের সর্বসেরা সৌভাগ্যবান অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার সাথে একই টিমে খেলার সুযোগ।আমাদের কলাতিয়া প্রতিনিধি-সাইফুল ইসলামের সাথে আলোচনায়,তার পরিবারের সদস্যরা এতে দারুন আনন্দিত বলে জানান। কেরাণীগঞ্জবাসীর এই গর্বিত সন্তানকে অভিনন্দন জানাতে দুর দুরান্ত থেকে ছুটে আসছেন কেরাণীগঞ্জের ক্রিকেটপ্রেমিরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস