এক নজরে
কালের স্বাক্ষী বহনকারী বুড়িগঙ্গারতীরে গড়ে উঠা কেরাণীগঞ্জউপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো শাক্তাইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ শাক্তাইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৪নং শাক্তাইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – _______(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৯৮,৯৪৭জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৪৭টি।
ঙ) মৌজার সংখ্যা – ____টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৬৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৫টি,
মাদ্রাসা- ২৫টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ সালাহ উদ্দিন লিটন
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৭টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ৭/৩/৭৭ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ইং
২) প্রথম সভার তারিখ – ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
মধ্যেরচর, ঝাউচর, বালুরচর, হিজলা,আটিকুটি, ইউসুফ খাঁর গ্রাম,আমানত বেপারীর গ্রাম, মালকাদিরমাষ্টারগ্রাম, মোবারকবেপারীরগ্রাম, নুরারচর, টেবার গ্রাম, হানিফ বেপারীরগ্রাম, পূর্ব বামনশুর, পশ্চিম বামনশুর, আটিগ্রাম, দাড়িপাড়া, কোলচর, জোয়াইল, করিম হাজীর গ্রাম, পুরাতন পাচঁদানা, কানার গাঁও, শিকারীটোলা, বাবুরগ্রাম, নাগদা,গৌড়শিঙ্গা, বাহেরচর, রায়েরচর, নবাবচর, পুরাতনভাড়ালিয়া, নতুন ভাড়ালিয়া, খোলামুড়া, নরন্ডী, মালঞ্চ, বলসতা, কাশীমালতা, শাক্তা,অগ্রখোলা, বলরামপুর,বীরতুইল, মেকাইল, গোয়ালখালী, কাকালীয়া,কামার্তা,দক্ষিনরামেরকান্দা, উত্তররামেরকান্দা, নারায়ণপট্টি, বাগরামেরকান্দা
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS