Title
বিপুল উৎসাহ উদ্দীপনায় কেরানীগঞ্জে পহেলা বৈশাখ পালিত
Details
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কেরাণীগঞ্জের প্রতিটা পাড়া মহল্লা ও পথে প্রান্তরে,রঙ্গীন সাজে সজ্জিত নরনারীর বাঙ্গালীয়ানা ঐতিহ্যের উন্মাদনায় পহেলা বৈশাখ পালিত।
বঙ্গাব্দের আরেকটি নতুন বর্ষ এসেছে ঘরে।বাংলা বনবর্ষকে বরন করতে বহুকাল থেকেই বাঙ্গালী সেজেছে দেশীয় ঐতিহ্যে।
তারই ধারাবাহিকতায় এ বছরেও আগ্রহ উদ্দীপনার মধ্যদিয়ে পালন করলো পহেলা বৈশাখ। ঢাকা কেরাণীগঞ্জের পথে পথেও লেগেছে রঙ্গের খেলা।আটি পাঁচদোনায় ঐতিহ্যবাহী বড়ইমেলা,আগানগরের লবাসাধূমেলা, কলাতিয়ায় স্কুলমাঠমেলা, মেরিন শিশুপার্ক সহ পথে পথেই ছিলো প্রানের উৎসব। ঢাকাসহ সারাদেশ উৎসবমূখর পরিবেশে বরন করেছে বাংলাবর্ষ